মানবাধিকার সংগঠন এর শুভেচ্ছা গ্রহণ করেননি পতেঙ্গা থানার ওসি মাহফুজ।
মোঃ মিকানুর রহমান।
বাংলাদেশ তথ্য ও মানবাধিকার ফাউন্ডেশন এর চট্টগ্রাম ও কক্সবাজার সমন্বয় জোনাল কমিটির পক্ষ থেকে ১৫ই আগষ্ট ২৪ ইং রোজ বৃহস্পতিবার সকাল ১১:০০টায় কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় জেলার থানা সমূহের কর্তব্যরত পুলিশ ভাইদের খবরাখবর নেওয়ার মানবিক উদ্যোগ কার্যক্রমে অত্র সংস্থার চট্টগ্রাম জোনাল কমিটির সম্মানিত সভাপতি মোঃ ইব্রাহিম ও সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান এর পরিচালনায় ১০ জন বিশিষ্ট কর্মী নিয়ে আজকের কর্মসূচীতে চট্টগ্রাম পতেঙ্গা থানায় গমন করা হয় ,কার্মসূচিতে উপস্থিত ছিলেন সম্মানিত উপদেষ্টা মোঃ নেজাম ,,সম্মানিত আইন বিষয়ক সম্পাদক এডভোকেট হাসিনা বেগম ,,সাংগঠনিক সম্পাদক মোঃ ইমতিয়াজ ,,যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ রাশেদুল আলম ,শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ নুর নবী , সিনিয়র সদস্য মোঃ সেলিম, মোঃ জসিম ,সাব্বীর সহ অনান্য কর্মী বৃন্দ ,বর্তমানে পতেঙ্গা থানার দৈনন্দিন কার্যক্রম অস্থায়ী কার্যলয়ে পরিচালিত হচ্ছে তা পরিলক্ষিত হয়। থানায় বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে পতেঙ্গা থানার দ্বায়িত্বরত অফিসার্স ইনচার্জ জনাব মাহফুজ সাহেবের সহিত সৌজন্যে সাক্ষাৎ করা হয় , তিনি জানান বিগত দিনের থানা ভাংচুর নিয়ে খুবই হতাশা প্রকাশ করেন ও নতুন স্বাধীনতার জন্য সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা দিতে চাইলে তা গ্রহনে অপারগতা প্রকাশ করেন এবং তিনি দূবৃত্তদের হামলায় মাথায় আঘাত প্রাপ্ত হন এবং আাঘাত প্রাপ্ত স্থানে সেলাই হয় ও চিকিৎসা চলমান বলে জানান এছাড়া ওনার থানার অনেক পুলিশ সদস্য আহত হন বলেও জানান। আমাদের সংগঠন এই ভাংচুর ঘঠনায় তীব্র নিন্দা ও আহত পুলিশ ভাইদের প্রতি সমবেদনা জানানো হয় ও দ্রুত সুস্থ হয়ে সকল পুলিশ ভাইরা যেন কাজে ফিরে আসতে পারে তার জন্য শুভ কামনা করা হয়। এছাড়া প্রসঙ্গে চাঁদাবাজি , ডাকাতি ,,সামাজিক বিভিন্ন অপরাধ সমূহ দমনে সহয়তা ও বিভিন্ন সম্প্রদায় ও ভিন্ন ধর্মের মানুষদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পাশে সহযোগী হয়ে কাজ করার আশা দৃঢ ব্যক্ত করা হয় , এছাড়া বিগত দিনের ন্যায় কোন মানুষ যেন বিনা অপরাধে কোন নিঃঅপরাধী ব্যাক্তির শাস্তি না হয় এবং মজলুমরা যেন দ্রুত আইনী সহয়তা পায় সে বিষয়ে দ্বায়িত্বরত অফিসার্স ইনচার্জ কে অবিহিত করা হয়।