মোঃ হাচিবুর রহমান,কালিয়া ( নড়াইল) প্রতিনিধিঃ
নড়াইলের কালিয়া উপজেলার চর বল্লাহাটি এলাকায় আঠারোবাকি নদী থেকে ভাঁসমান অবস্থায় অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে নড়াগাতি থানা পুলিশ।
বুধবার (১৯ ফেব্রুয়ারী) বিকেল ২টার দিকে উপজেলার পহরাডাঙ্গা ইউনিয়নের চর-বল্লাহাটি গ্রামের আঠারোবাকি নদী থেকে ওই মরদেহটি উদ্ধার করে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার ( ১৯ফেব্রয়ারি) বেলা ২ টার দিকে উপজেলার নড়াগাতি থানার পহরাডাঙ্গা ইউনিয়নের চর-বল্লাহাটি গ্রামের আঠারোবাকি নদীতে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ ভাঁসতে দেখে স্থানীয় লোকজন নড়াগাতি থানা পুলিশে খবর দেয়। খবর পেয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
স্থানীয় বাসিন্দা ইয়াদ আলী শেখ বলেন, দুপুরে নদীতে গোসল করতে গিয়ে দেখি কচুরিপানার মধ্যে কুকুর কি যেন টানাটানি করছে। এগিয়ে গিয়ে দেখি, প্যান্ট পরা একটি লাশ। পরে আমি পুলিশে খবর দিই।
নড়াগাতি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শরিফুল ইসলাম বলেন, মরদেহটি একজন পুরুষের যার বয়স আনুমানিক ৩০ বছর। মরদেহটির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।