মোঃ হাচিবুর রহমান,কালিয়া ( নড়াইল) প্রতিনিধিঃ
নড়াইলের কালিয়া উপজেলায় নদী থেকে ভাঁসমান অবস্থায় উদ্ধারকৃত অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহটির পরিচয় মিলেছে।
নিহত ওই যুবকের নাম খালিদ মোল্যা (২৩) সে কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামের হোসেন মোল্যার ছেলে।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারী) মরদেহটির পরিচয় শনাক্তের খবর নিশ্চিত করেন নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শরিফুল ইসলাম। তিনি জানান, নিহত ওই ব্যক্তি পেশায় অটোভ্যান চালক ছিলেন।গত বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারী) খালিদ মোল্যা অটোভ্যান চালাতে গিয়ে নিখোঁজ হয়। এ ঘটনায় পরেরদিন শুক্রবার তার পিতা হোসেন মোল্যা কালিয়া থানায় একটি সাধারণ ডায়রি করেন। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে অটোভ্যান ছিনতাই এর জন্য তাকে হত্যা করা হয়েছে। খালিদের অটোভ্যানটি ও মিসিং রয়েছে।
তবে নিহতের ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় আমাদের তদন্ত অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, গত বুধবার (১৯ ফেব্রুয়ারী) বিকেল সাড়ে ২ টার দিকে উপজেলার পহরডাঙ্গা ইউনিয়নের চর-বল্লাহাটি গ্রামের আঠারোবাকি নদী থেকে ওই মরদেহটি উদ্ধার করে নড়াগাতি থানা পুলিশ।পরে মরদেহর ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠায়।