বিশেষ প্রতিবেদন
আগামীকাল ২২ ফেব্রুয়ারী ২০২৫ ইং ( রোজ শনিবার) ফ্যাসিবাদ উৎখাত আন্দোলন চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলার এক প্রতিনিধি সভা চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে অনুষ্ঠিত হবে। ফ্যাসিবাদ বিরোধী অভ্যুত্থানের চেতনায় রাষ্ট্রের প্রত্যেক ক্ষেত্রে ফ্যাসিবাদমুক্ত করার দৃঢ় প্রত্যয়” এই স্লোগানকে ধারণ করে ৫ আগস্ট পরবর্তী সময় থেকে পুরো বাংলাদেশ ব্যাপী সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছে ফ্যাসিবাদ উৎখাত আন্দোলন নামীয় এই সংগঠন। আগামীকালের কর্মসূচীতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক, ফ্যাসিবাদ উৎখাত আন্দোলন এর উপদেষ্টা মন্ডলির সদস্য সাবেক বিচারপতি আবদুস সালাম মামুন। ফ্যাসিবাদ উৎখাত আন্দোলন -এর কেন্দ্রীয় সাংগঠনিক সচিব সাবেক ছাত্রনেতা আলমগীর নূর এর পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ফ্যাসিবাদ উৎখাত আন্দোলন এর প্রধান সমন্বয়কারী সাবেক ছাত্রনেতা এম এ হাসেম রাজু। প্রতিনিধি সভায় সংগঠনের স্থানীয় ও জাতীয় নেতৃবৃন্দসহ চট্টগ্রামের রাজনৈতিক ও গণমাধ্যম নেতৃবৃন্দ, শিক্ষাবীদসহ সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। দলে দলে উক্ত অনুষ্ঠানে যোগদান করে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ বিনির্মানের চলমান আন্দোলনকে বেগমান করার জন্য ফ্যাসিবাদ উৎখাত আন্দোলন এর প্রধান সমন্বয়কারী এম এ হাশেম রাজু এবং সাংগঠনিক সচিব আলমগীর নূর চট্টগ্রামবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।