মো. ইসমাইলুল করিম নিজস্ব প্রতিবেদক:
পার্বত্য জেলার বান্দরবানের লামা উপজেলায় ঐতিহ্যবাহী মডেল মজসিদ শুভ উদ্বোধন করলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ.ফ.ম খালিদ হোসেন। রোববার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় ভার্চুয়াললি ভিডিও’র মাধ্যমে উপজেলা হল রুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ১২ কোটি ৫৯ লক্ষ টাকা ব্যয়ে নবনির্মিত তিন তলা বিশিষ্ট মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ভবন শুভ উদ্বোধন করেন। উপজেলা সাবেক মহকুমা লামায় ‘মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন অনুষ্ঠানে গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন ভার্চুয়াল মিটিংয়ে বলেন, দৃষ্টি নন্দন এই মসজিদ হচ্ছে লামাবাসীর সম্পদ। এর রক্ষণাবেক্ষণসহ বিদ্যুৎ ব্যবহারে সবাইকে সাশ্রয়ী হতে হবে। তিনতলা বিশিষ্ট মডেল মসজিদ কমপ্লেক্সে ৩২ ধরণের সুযোগ রয়েছে। লামা উপজেলা কমপ্লেক্স সেমিনার হল রুমে উদ্বোধনী সভায় বিশেষ অতিথি সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সাইফুল ইসলাম বলেন, মুসলিম উম্মার সাংস্কৃতির ঐতিহ্যের ধারক মসজিদ চিন্তা ও মননে মুসলিম সমাজ সহিষ্ণুতাকে বুকে লালন করতে হবে। এসময় প্রসঙ্গক্রমে তিনি বৃহত্তর লামা উপজেলার ঐতিহ্য ও সুনাম তুলে ধরেন। উদ্বোধনী সভায় লামা উপজেলা নির্বাহী অফিসার মো.মঈন উদ্দিন এর সভাপতিত্বে নির্বাহী প্রকৌশলী গণপূর্ত বিভাগ অভিজিৎ চৌধুরী, ফিল্ড অফিসার মো.জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় স্বাগতম বক্তব্য রাখেন বান্দরবান ইসলামিক ফাউন্ডেশন উপপরিচালক মো.সেলিম উদ্দিন, গণপূর্ত রাঙ্গামাটি সার্কেলের তত্বাবধায়ক প্রকৌশলী আনোয়ারুল আজিম, লামা সার্কেল এএসপি এসএম নুরুল আনোয়ার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন সহ সরকারি বেসরকারী কর্মকর্তাগণসহ ও প্রিন্ট ইলেক্ট্রনিক মিডিয়ার ও সর্বসাধারণ গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, গত ২০১৯ সালে লামা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ কাজ শুরু হয়। আজ উদ্বোধন হলো ২৪’র জুলাই বিপ্লব পরবর্তী কাজের গতিশীলতা আসে। এই মসজিদ কমপ্লেক্সটি উদ্বোধনের মধ্যদিয়ে লামাবাসীর প্রত্যাশার একটি প্রাপ্তি ঘটলো।অনুষ্ঠান শেষে মডেল মসজিদের নব-নিয়োগপ্রাপ্ত ইমাম ও মুয়াজ্জিনকে ফুল দিয়ে বরণ করা হয় এবং তাদের হাতে নিয়োগপত্র তুলে দেন অতিথিরা।