রবিউল হোসেন চৌধুরী রিপন,সময়ের পথ,কাপ্তাই রাঙ্গামাটি প্রতিনিধি: পার্বত্য জেলা রাঙ্গামাটির কাপ্তাইয়ে দীর্ঘ ১৬ বছর পর জামায়াতে ইসলামী’র কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মানবতার সেবা ও দেশ পরিচালনার যোগ্যতা অর্জনের মাধ্যমে আল্লাহ্ তা’য়ালার সন্তুষ্টি লাভ করা এই ভিশন নিয়ে কাপ্তাই উপজেলায় এই কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
২৮ ফেব্রুয়ারী শুক্রবার ২০২৫ সকাল ৯টায় কাপ্তাই উপজেলা মিলনায়তন কক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী কাপ্তাই উপজেলার এসিস্ট্যান্ট সেক্রেটারী মাওলানা নূর জামালের সঞ্চালনায় এবং কাপ্তাই উপজেলা শাখার জামায়াতে ইসলামীর আমির মোহাম্মদ হারুনুর রশিদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল পরিচালক মাওলানা মুহাম্মদ শাহজাহান। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও চট্টগ্রাম অঞ্চল শুরা সদস্য মুহাম্মদ জাফর সাদেক। অধ্যাপক মুহাম্মদ আব্দুল আলীম কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী, রাঙ্গামাটি পার্বত্য জেলা। রাঙ্গামাটি ২৯৯ সংসদীয় আসনে জামায়াত মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মোখতার আহম্মদ। রাঙ্গামাটি পার্বত্য জেলা জেলা সেক্রেটারি মোঃ মনছুরুল হক, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাঙ্গামাটি জেলার সভাপতি শহিদুল ইসলাম শাফি,রাঙ্গুনিয়া উপজেলার আমীর হাসান মুরাদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী চন্দ্রঘোনা থানার নায়েব আমীর মাওলানা লোকমান হোসেন প্রমুখ।
অন্যান্য ধর্ম অবলম্বীদের মধ্যে বক্তব্য রাখেন কর্ণফুলী বড়ইছড়ি নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া, চন্দ্রঘোনা ব্যাপ্টিস্ট চার্চ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক রাঙ্গমাটি জেলা খ্রীষ্টিয়ান এসোসিয়েশন বিজয় মারমাসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। বক্তারা বলেন, বিগত ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের অমানবিক জুলুম নির্যাতনের বর্ণনা দিয়ে বলেন, যারা ইসলামের পথে চলে, তারা কখনো ফ্যাসিস্ট হতে পারে না,এমন ভাবপ মানবাধিকার লঙ্গন করতে পারে না। তাই আগামীতে জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে ইসলামের সুশাসন প্রতিষ্ঠা করা হবে। ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত সহ জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষের কল্যাণে কাজ করা হবে।