জাতিসংঘের মহাসচিব এর সাথে সেনাপ্রধানের সৌজন্য সাক্ষাৎ
বিশেষ প্রতিবেদন সময়ের পথ
ঢাকা, ১৫ মার্চ ২০২৫ (শনিবার): আজ জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি সৌজন্য সাক্ষাৎ করেন। সৌহার্দ্যপূর্ণ এ বৈঠকে পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি জাতিসংঘের মহাসচিব জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর পেশাদারিত্ব ও দক্ষতার প্রশংসা করেন এবং শান্তিরক্ষীদের গুরুত্বপূর্ণ অবদানের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
Courtesy Meeting Between the Chief of Army Staff and the UN Secretary-General
Dhaka, March 15, 2025 (Saturday): Today, the Chief of Army Staff General Waker-Uz-Zaman, SBP, OSP, SGP, psc paid a courtesy call on to UN Secretary-General António Guterres. During the cordial meeting, they exchanged greetings. Additionally, the UN Secretary-General praised the professionalism and competence of the Bangladesh Armed Forces in UN peacekeeping missions and expressed his sincere gratitude for the significant contributions of the peacekeepers of Bangladesh.