নিজস্ব প্রতিনিধি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নির্দেশনায় পবিত্র মাহে রমজান উপলক্ষে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের ইফতার বিতরণ কর্মসূচির অংশ হিসেবে নগরীর ৪৩নং ওয়ার্ড, ২নং জালালাবাদ ওয়ার্ড এবং ৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে পথচারী রোজাদার মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়।
আজ বৃহস্পতিবার (২০ মার্চ) নগরীর পাঁচলাইশ থানাধীন ৪৩নং ওয়ার্ড, বায়েজিদ থানাধীন ২নং জালালাবাদ ওয়ার্ড এবং পাহাড়তলী থানাধীন ৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ডে এর উদ্যোগে পথচারী রোজাদার মানুষের মাঝে ইফতার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলু। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সম্পাদক জহিরুল হক টুটুল, সহ-সাধারণ সম্পাদক আব্দুল হাই, কৃষি বিষয়ক সম্পাদক কামরুল হাসান, সহ-পরিবার বিষয়ক সম্পাদক জাকির হোসেন মিশু, পাঁচলাইশ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিউল আলম শফি, বায়েজিদ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলতাফ হোসেন, আকবর শাহ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাসান মাহমুদ, বায়েজিদ থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কাজী মহিউদ্দিন, পাঁচলাইশ থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মহিউদ্দিন রুবেল, আকবর শাহ থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তৌসিফ চৌধুরী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাজীব উদ্দিন আকন্দ, বায়েজিদ থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ পারভেজ সহ থানা ও ওয়ার্ড নেতৃবৃন্দ।
এসময় নেতৃবৃন্দ সকলের কাছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতার দোয়া কামনা করেন।
ছবির ক্যাপশনঃ নগরীর ৪৩নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে রোজাদার মানুষের মাঝে ইফতার বিতরণ।