অনলাইন ডেস্ক :-
চট্টগ্রামে ফুটপাত নিয়ন্ত্রণকে কেন্দ্র করে বিএনপির দুগ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুইজন গুলিবিদ্ধ ও একজন ছুরিকাঘাতে আহত হয়েছেন।
শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে নগরীর খুলশী থানার জিইসি মোড় এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধরা হলেন- জিহাদ ও রমিজ। ছুরিকাঘাতে আহত হয়েছেন কামাল।
পুলিশ জানিয়েছে, ব্যানার লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত হয়। আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, নগরীর জিইসি মোড়ের ফুটপাতের নিয়ন্ত্রণ নিয়ে চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ আলম অনুসারীদের সঙ্গে নুর আলম সোহাগের মধ্যে দীর্ঘদিনের বিরোধ চলে আসছে। এ বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানান স্থানীয়রা।
চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ আলম বলেন, জিইসি মোড় এলাকায় হকার বসানোকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরে উত্তেজনা চলছিল। জিয়া, কামালসহ বেশ
কয়েকজন ওখানকার হকার। তাদের সঙ্গে খুলশী থানা ছাত্রদলের সদস্য সচিব নুর আলম সোহাগের গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। ৫ আগস্টের পর থেকে তাদের মধ্যে দ্বন্দ্ব চলছিল।
খুলশী থানার ওসি মোহাম্মদ মজিবুর রহমান যুগান্তরকে বলেন, ব্যানার লাগানোকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষে ২ জন গুলিবিদ্ধ ও ১ জন ছুরিকাঘাতের খবর পেয়েছি। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।