মোঃ সফিউল আজম রুবেল
হযরত মাওলা আলী (রা.) এর স্মৃতিবিজড়িত শাহাদাত দিবস উপলক্ষে ঐতিহ্যবাহী ওষখাইনীরি নূরীয়া বিষু দরবার শরীফে দরবারের হযরত পাক পঞ্জেতন হিফযুল কুরআন মাদ্রাসার নতুন অনুষদ উদ্বোধন উপলক্ষে মিলাদ, আলোচনা ও মাহফিল।
হযরত আলী রজা কানু শাহ (রহ.) (১৭৬০-১৮৩৮) আধ্যাত্মিক ও ত্বরিকতধারায় ৬ষ্ঠ তম গুণি বিষু দরবারের বর্তমান সাজ্জাদানশীন মাওলানা মুহাম্মদ মঈনুদ্দীন আল কুরাইশীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় হযরত মাওলা আলী (রা.) এর সুগভীর আধ্যাত্মিক মাহত্ম্য তার বিষয়ে গভীর থেকে গভীরতর গবেষণা ও প্রাতিষ্ঠানিক ভাবে পঠন-পাঠনের উপর গুরুত্বারোপ করা হয় বিশেষভাবে- প্রসঙ্গ উল্লেখ্য, হযরত কানু শাহ্ (রহ.) এর দরবারের আধ্যাত্মিক ঐতিহ্য ও সামাজিক দায়বদ্ধতা থেকে দরবার কেন্দ্রিক যে শিক্ষা-দীক্ষা কার্যক্রম, সেই ধারাবাহিকতায় ১৯৮৬ খ্রি. প্রতিষ্ঠিত হেফজখানার নতুন অনুষদ উদ্বোধনের মধ্য দিয়ে শিক্ষা-দীক্ষার ধারায় নতুন মানবিকতা লাভকরবে।
রুবি গেইটস্থ বিষু দরবারের প্রতিষ্ঠাতা খাজা দরবেশ মাওলা (রহ.) এর প্রথম পুত্র মনোনিত সাজ্জাদানশীন মাওলানা কুরাইশী তাঁর আলোচনায় মুরিদান, আশেক ভক্তদের প্রতি একটি গভীর আহ্বান জানিয়েছে, তা হলো- ফেৎনার এ যুগে বিতর্কে জড়িয়ে না পরে স্ব-স্ব অবস্থান থেকে শরিয়ত ত্বরিকতের চর্চায় আত্মশুদ্ধির উপর গুরুত্বারোপ করেছেন বিশেষভাবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড. সেলিম জাহাঙ্গীর, শাহজাদা সাহিলুর রশীদ, হাফেজ মুহাম্মদ আরিফ, মাওলানা মনসুরুল হক নূরী, হাফেজ আবদুল মান্নান প্রমুখ।