আবারো নগরীর বিভিন্ন মার্কেটে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেন সিএমপি কমিশনার জনাব হাসিব আজিজ মহোদয়।
বিশেষ প্রতিবেদন
আজ ২৩ মার্চ ২০২৫ খ্রিঃ নগরীর নন্দনকানন পুলিশ প্লাজা ও খাতুনগঞ্জ বাজার পরিদর্শন করেন তিনি।
পরিদর্শনকালে কমিশনার মহোদয় সেখানকার নিরাপত্তা ব্যবস্থা ঘুরে দেখেন এবং আগত দর্শনার্থী ও ক্রেতা সাধারণের সাথে কথা বলেন। পাশাপাশি তিনি ব্যবসায়ী ও দোকান মালিক সমিতির প্রতিনিধিদের সাথে কথা বলেন। ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ ও ক্রেতাসাধারণ পবিত্র রমজান মাস উপলক্ষে সিএমপি কর্তৃক গৃহীত নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে সন্তোষ প্রকাশ করেন এবং পুলিশ কমিশনার মহোদয়কে ধন্যবাদ জানান।
এসময় সেখানে চট্টগ্রাম মেট্রোপলিটন
পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব শাকিলা সুলতানা; অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব মোঃ মাহমুদুল হাসান মামুন সহ সিএমপির অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।