নিজস্ব প্রতিবেদক
গেইট নং টি/২০ কিমি ২১/৫-৬ কুমিরা বাড়বকুণ্ড সেকশনের দায়িত্বরত গেটম্যান নাজমুল হোসেনকে উিউটি চলাকালে সন্ত্রাসী কর্তৃক অতর্কিত ভাবে হামলার করে কুপিয়ে জখম করার প্রতিবাদে ডিআরএম, চট্টগ্রাম অফিসের সামনের রাস্তায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন বিআরইএল এর কেন্দ্রীয় কার্যকরী সভাপতি জনাব মোহাং সেলিম পাটোয়ারী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরইএল এর কেন্দ্রীয় অফিস সম্পাদক জনাব আসাদ উল্লাহ শিশির। মানববন্ধন এ সভাপতিত্ব করেন বিআরইএল ওপেন লাইন শাখার সভাপতি জানব জাহাঙ্গীর আলম। মানববন্ধন এ উপস্থিত বক্তাগন সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। বক্তাগণ বলেন রেল কর্মচারীদের কর্মস্থলের নিরাপত্তা নিশ্চিত করা রেল কর্তৃপক্ষের দায়িত্ব, এসময় তারা ডিইএন-১, চট্টগ্রাম এর অপসারণ দাবী করেন।