নিজস্ব প্রতিনিধি সময়ের পথ
ফিলিস্তিন এর গাজায় দখলদার ইজরাইল কর্তৃক নির্বিচারে গণহত্যা চালানো এবং জাতিসংঘ ও আরব বিশ্ব নিশ্চুপ থাকার প্রতিবাদে বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়ীজ লীগ (বিআরইএল) পাহাড়তলী কারখানা শাখার উদ্যোগে অদ্য ০৭/০৪/২০২৫ তারিখ চট্টগ্রামস্থ পাহাড়তলী ক্যারেজ ও ওয়াগন মেরামত কারখানা গেটের সম্মুখে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সভায় উপস্থিত বিক্ষুব্ধ কর্মকর্তা ও কর্মচারীবৃদ্ধ অনতিবিলম্বে গাজায় দখলদার ইজরাইল কর্তৃক হামলা বন্ধের আহ্বান জানানো হয়। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিআরইএল এর কেন্দ্রীয় কার্যকরী সভাপতি জনাব মোহাং সেলিম পাটওয়ারী বলেন যুদ্ধবিরতির চুক্তিভঙ্গ করে দখলদার ইজরাইল কর্তৃক গাজায় নির্বিচারে গণহত্যা চালানো হচ্ছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তিনি বাংলাদেশের সকল নাগরিকে প্রতি বর্বর ইজরাইল এর পণ্য বয়টক করার আহ্বান জানান। তিনি বলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতি আহব্বান ইজরাইলে উৎপাদিত সকল পণ্য বাংলাদেশে আমদানী বন্ধ ঘোষণা করতে হবে। প্রধান বক্তা বিআরইএল এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জনাব মনিরুল ইসলাম মজুমদার বলেন ফিলিস্তিনকে চাইলেই পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলা অসম্ভব, তিন জাতিসংঘসহ বিশ্ব নেতৃবৃন্ধের প্রতি আকুল আহ্বান জানান এই বর্বর ইজরাইলকে রাজনৈতিক চাপ প্রয়োগ করে এই গণহত্যা বন্ধ করতে হবে। মানববন্ধনে সভাপতিত্ব করেন বিআরইএল এর কেন্দ্রীয় অফিস সম্পাদক ও পাহাড়তলী কারখানা শাখার সভাপতি জনাব আসাদ উল্ল্যাহ্ (শিশির)। এই মানববন্ধনে বিভাগীয় তত্ত্বাবধায়ক (কারখানা), পাহাড়তলী, কর্মব্যবস্থাপক (নির্মাণ), পাহাড়তলী, সিনিয়র এইই (এসি), পাহাড়তলী, সহকারী কর্মব্যবস্থাপক (আর), পাহাড়তলী, কারখানাস্থ বিভিন্ন সপ ইনচার্জ উপস্থিত থেকে সংহতি প্রকাশ করেন। এছাড়া পাহাড়তলী ক্যারেজ ও ওয়াগন মেরামত কারখানার সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ মানববন্ধনে উপস্থিত ছিলেন।