কৃষি ডিপ্লোমার সকল বৈষম্যের বিরুদ্ধে শিক্ষার্থীদের দাবির সাথে ঐক্যমত পোষণ করছে দেশের সকল কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট।
মোঃ সফিউল আজম রুবেল
“চুপ থাকা নয় আর আজ, বলার সময় এখনই, মিছিল নামে বিদ্রোহে-অন্ধকার চিরে রবে ঊষা-ছবি ভয় নয়, থামাও নাকো, ইতিহাস চায় সাক্ষী, জেনে রেখো, সময় এলে মিছিলেই আসবে মুক্তি।”
আমাদের আট দফা দাবিসমূহ :
১। ডিপ্লোমা কৃষিবিদদের পাবলিক বিশ্ববিদ্যালয়ে উচ্চ শিক্ষা গ্রহনের সুযোগ দিতে হবে।
২। উপসহকারী কৃষি কর্মকর্তা কে দ্বিতীয় শ্রেনীর কর্মচারী হিসেবে গেজেট করে প্রজ্ঞাপন জারি করতে হবে এবং প্রতিবছর নিয়োগের ধারাবাহিকতা বজায় রাখতে হবে।
৩। কৃষি ডিপ্লোমা শিক্ষার মান উন্নয়নের জন্য শিক্ষক সংকট দূরীকরণ করতে হবে।
৪। কৃষি ডিপ্লোমা শিক্ষাকে DAE এর অধিনস্থ থেকে বের করে সম্পূর্ণভাবে কৃষি মন্ত্রণালয়ের আলাদা প্রতিষ্ঠান করতে হবে।
৫। সকল কৃষি গবেষণা প্রতিষ্ঠানে সহকারি বৈজ্ঞানিক কর্মকর্তা পদটি শুধুমাত্র ডিপ্লোমা কৃষিবিদ দের জন্য সংরক্ষিত করতে হবে।
৬। ডিপ্লোমা কৃষিবিদ দের বেসরকারী চাকুরীর ক্ষেত্রে নূন্যতম ১০ম গ্রেডের পে-স্কেল বেতন দিতে হবে।
৭। কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের কে মাঠ সংযুক্তি ভাতা প্রদান করতে হবে।
৮। উপসহকারী কৃষি কর্মকর্তা-দের চাকুরীতে প্রবেশের পর ৬ মাসের ফাউন্ডেশন ট্রেনিং এর ব্যবস্থা করতে হবে।
চট্টগ্রাম হাটহাজারী কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট শিক্ষার্থীরা ৮ দফা দাবিতে ক্লাস ও পরীক্ষা বর্জন করে মাঠে নেমেছে। দাবি মেনে না নিলে আরো কঠোর পদক্ষেপ নেওয়া হবে জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা।