নিজস্ব প্রতিবেদন।
মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে প্রখর তাপদাহে চট্টগ্রাম মহানগরীর নাসিরাবাদ গার্লস স্কুল ও নাসিরাবাদ বয়েজ স্কুল কেন্দ্রের এসএসসি ও দাখিল পরীক্ষার্থীর অভিভাবকদের ছায়াযুক্ত বসার চেয়ার ও সুপেয় ঠান্ডা পানির ব্যবস্থা করেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ।
জমির উদ্দিন নাহিদ বলেন, এসএসসি পরীক্ষার সময় প্রচণ্ড গরমে অনেক অভিভাবক অসুস্থ হয়ে পড়ছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে আমরা চেষ্টা করছি পরীক্ষার পুরো সময়জুড়ে তাঁদের পাশে থাকতে। পরীক্ষার শেষ দিন পর্যন্ত আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।
বিএনপির এমন মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অনেক অভিভাবক ও স্থানীয়রা। তাদের এ ধরনের সহমর্মিতামূলক কর্মকাণ্ড শিক্ষার্থীদের মনোবল বৃদ্ধিতেও সহায়ক ভূমিকা রাখে বলে জানান তারা।