ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম শুরু করেছে চট্টগ্রাম মহানগর সেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াকিল হোসেন বিশেষ প্রতিনিধি।
(বগা) এর নেতৃত্ব মুশা নিধনের সামাজিক কার্যক্রম করছে নিজ উদ্যোগে এতে এলাকার সাধারণ মানুষ অনেক খুশি, এলাকার সাধারণ মানুষ বলেন যে আগের নির্বাচিত জন প্রতিনিধি রা কোন দিন আসেনি এবং আমাদের কোন খুজ খবর ও নেয় নি মুছা নিধন ত দূরে থাক, কিন্তু এই ক্লান্তি লগ্নে, ওয়াকিল সামাজিক কার্যক্রম এর জন্য আমরা অনেক খুশি,আমরা দোয়া করি এই ছেলে আগামী তে আর ও সামাজিক কার্যক্রম করতে পারে, ওয়াকিল হোসেন বগা বলেন ইন শা আল্লাহ আগামী তে আমরা সমাজের আর বেশি সামাজিক কার্যক্রম করার ইচ্ছে আছে আমাদের নগর পিতা ডক্টর শাহাদাত হোসেন ভাই মেয়র হওয়া আমরা আর ও বেশি সাধারণ মানুষের উপকার হবে বলে আমরা আশাবাদি, আমরা সবাই ড. শাহাদাত হোসেন ভাই এর আদর্শে উজ্জীবীত হয়ে শুধু ১৩ নং পাহাড়তলী ওয়ার্ড নয়, সারা চট্টগ্রাম কে আমরা দূর্নীতি ও মাদক মুক্ত, করব, আমরা শহিদ জিয়ার আদর্শ আপোষহীন একজন দে-শ নেত্রী বেগম খালেদা জিয়া, দেশ নায়ক তারেক রহমান এর দিক নির্দেশনা মূলক কাজ করে দেশের গণতান্ত্রিক উগ্র যাত্রা কে, এগিয়ে নিয়েজেতে চাই আপনারা সবাই আমাদের পাশে থেকে সহযোগিতা করবেন বলে আশা বাদি।