মাগুরায় নির্যাতিত শিশুটির মরদেহ সেনাবাহিনীর তত্ত্বাবধানে হেলিকপ্টার যোগে নিয়ে যাওয়া হলো নিজ বাড়িতে
বিশেষ প্রতিবেদন সময়ের পথ
ঢাকা ১৩ মার্চ ২০২৫ (বৃহস্পতিবার): মাগুরায় নির্যাতিত শিশুটি আজ ১৩ মার্চ ২০২৫ তারিখ দুপুর ০১:০০ টায় সম্মিলিত সামরিক হাসপাতাল ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। পরবর্তীতে, শিশুটির মরদেহ দাফনের উদ্দেশ্যে আজ সন্ধ্যা ০৬:২০ ঘটিকায় সেনাবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে হেলিকপ্টারযোগে তার নিজ বাড়ি, মাগুরা জেলার আওতাধীন শ্রীপুর উপজেলার সব্দালপুর ইউনিয়নের জারিয়া গ্রামে নিয়ে যাওয়া হয়।
এ হৃদয়বিদারক ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনী গভীরভাবে শোকাহত। সেনাবাহিনী সবসময় মানবিক ও দায়িত্বশীল ভূমিকা পালনে প্রতিশ্রুতিবদ্ধ এবং জাতির এই শোকের মুহূর্তে শোকসন্তপ্ত পরিবারের পাশে রয়েছে।
Aসত্যিই গা শিউরে উঠলো, আল্লাহ তুমি বোনটিকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। আর যে বা যারা বোনটির মৃত্যুর জন্য দায়ী তাদের তুমি জমিনের উপর বিচার করো।