মোহাম্মদ মাসুদ নিজস্ব প্রতিবেদক
মানবতাই সকল ধর্মের শ্রেষ্ঠ অধ্যায়। মানবাধিকার তথ্য পর্যাবেক্ষন সোসাইটি (মাতপ,স) সিলেট কর্তৃক আয়োজিত
ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠান জমকালো আয়োজনে ও আনুষ্ঠানিকতায় অনুষ্ঠিত হয়েছে।
১২, এপ্রিল বিকাল ২টা ৩০মিনিট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ হল,সিলেট সদরে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি মোঃ আব্দুর রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান,মাতপ,স কেন্দ্রীয় কমিটি। সভাপতিত্ব করেন, শেখ আলাউদ্দিন রিপন সভাপতি,মাতপ,স সিলেট বিভাগ।
বিশেষ অতিথি তোফায়েল আহমদ, সভাপতি মাতপ,স সিলেট জেলা।
আলহাজ্ব মুখতার আহমদ তালুকদার সহ আন্তর্জাতিক সাংবাদিক ঐক্য ফোরাম লন্ডন সভাপতি জাতীয় দৈনিক মানবাধিকার প্রতিদিন প্রদান সম্পাদক জনাব মোঃ আনোয়ার হোসেন ভাই সহ জাতীয় ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশন ও অপরাধ বিচিত্রা ক্রাইম তালাশ প্রতিদিন দৈনিক অপরাধ সন্ধানী দপ্তর বার্তা জাতীয় দৈনিক মানবাধিকার প্রতিদিন দৈনিক এই বাংলার প্রতিনিধি জনাব মোঃ মঈন উদ্দীন সহ বিভিন্ন সাংবাদিক সংস্থা ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
আলোচনায় এতে একে অন্যকে সহযোগীতা করে নিতে হবে। দুর্নীতি প্রতিরোধে প্রতিবাদে সামাজিক আন্দোলন গড়ে তুলতে ভেজাল মুক্ত দেশ নিরাপদ নিশ্চিত নাগরিক অধিকার আদায়ের আমাদের স্বপ্ন এগিয়ে নিতে হবে। এবং জুলুম নির্যাতনের শিকার নিরুপায় ফিলিস্তিনিদের যার যে অবস্থান থেকে সব রকমের সহায়তা উধার্ত আহ্বান জানান। মুসলিম উম্মাহ সকলের সংহতি ও একাত্মতা প্রকাশ।
বিশ্ব মানবতার একতায় জোড়ালো হস্তক্ষেপে ফিলিস্তিনিদের নাগরিক অধিকার নিরাপত্তা নিশ্চিতভায় ফিরিয়ে আনা। দখলদার খুনী গণহত্যাকারী ইসরাইলী বর্বরতা। বিশ্ব ইতিহাসে ঘৃণিত নেককারজনক নির্যাতন নিপীড়ন হত্যাকাণ্ড বন্ধসহ দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান।
গণহত্যা বন্ধে নিরাপদ ফিলিস্তিন সমাধানের প্রচেষ্টা সক্রিয়তায় সব রকমের আন্দোলন প্রতিবাদের একমাত্র ভরসা আল্লাহর তরফ থেকে সাহায্য দোয়া কামনা সহায়তা করেন। উপস্থিত সকলে দোয়া মোনাজাতে সকলের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।